সোহরাওয়ার্দী মেডিকেলের নাম খালেদা জিয়ার নামে করার চেষ্টা; শিক্ষার্থীদের প্রতিবাদ

Share the post
সৈয়দ মাহিন, রাবি প্রতিনিধি :শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের নাম বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ ব্যাপারে আজ (১৩ মে) কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, এটি কেবল একটি নাম পরিবর্তন নয়; বরং এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের ওপর আঘাত। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একটি গৌরবময় অতীত রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল্যবান অধ্যয়ের সঙ্গে যুক্ত।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা স্বচ্ছতা ও দায়িত্বশীলতার অভাব প্রকাশ করে। ফলে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই উদ্যোগের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
বর্তমানে বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত সংস্থা WFME-এর অধীনে দেশের মেডিকেল কলেজগুলো আন্তর্জাতিক মান ও স্বীকৃতি অর্জনের পথে রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইতোমধ্যে একটি ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মুহূর্তে নাম পরিবর্তন করলে তা আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।
সবশেষে শিক্ষার্থীরা জোর দিয়ে বলেন, ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ’ নামটি একটি ঐতিহাসিক পরিচয় বহন করে, যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং একটি জাতীয় গর্বের প্রতীক। তাই তারা এই নাম পরিবর্তনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
এ বিষয়ে কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, শিক্ষার্থী হিসেবে আমাদের একমাত্র পরিচয় আমরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র। ২০তম ব্যাচের পদার্পণে এসেও যদি কোনো রাজনৈতিক দল ফায়দা লুটার জন্য এর নাম ‘বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ’ করতে চায়, তাহলে এটা বেগম জিয়ার অসম্মান আর আমাদের জন্যও অত্যন্ত দুঃখজনক ব্যাপার।
একই সেশনের আরেক শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ’ নামটি শুধুমাত্র একটি নাম নয়; এটি জাতীয় গৌরব, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং দেশের ইতিহাস ও সম্মানের প্রতি শ্রদ্ধা থেকেই এই নাম বহাল রাখা উচিত। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই যৌক্তিক ও দায়িত্বশীল দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]