

ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বারী মজলিস গ্রামে বুস্তাতনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় মক্তব বিভাগের মোফাচ্ছের ( ১২) নামের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটে
গত ২৩ মে শুক্রবার ১২.৩০মিনিটে মাদ্রাসার টয়লেটে পায়জামা পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ উঠে। এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা রহস্যের উদঘাটন করতে সোনারগাঁ থানা পুলিশ মাঠে কাজ করছে বিচক্ষণতার সাথে। পুলিশ সন্দেহ মুলক মাদ্রাসার প্রিন্সিপাল নাজমুল হাসান সোহাগ কে পুলিশী হেফাজতে নিয়েছে বলে জানা যায়।
মুফাসসেরের সহপাঠীদের কাছ থেকে জানা যায়, মুফাসসির সম্মান ইউনিয়নের সোনারকান্দি গ্রামের আবু তালেবের ছোট ছেলে। তারা দুই ভাই এক বোন। মোফাচ্ছের ছিল সকলের ছোট ছেলে। শুক্রবার জুম্মার নামাজের প্রস্তুতি মুলক সকলের মত সেও গোসলখানায় গোসল করতে প্রবেশ করে। দীর্ঘ সময় গোসলখানায় অবস্থান করলে তার সহপাঠীরা ডাকাডাকি করে। তার কোন সারা শব্দ না হলে মাদ্রাসার প্রিন্সিপাল আবু তালেবকে বিষয়টি জানালে তিনি গোসল খানার দরজা নক করলে কোন সারা শব্দ না হলে তখন তিনি দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখেন মুফাসসের মরদেহ ঝুলানো। তাৎক্ষণিকভাবে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে সোনারগাঁও থানা পুলিশের একটি টিম সংবাদ পেয়ে মাদ্রাসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি ফুটেজ জব্দ করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুল ইসলাম বলেন, ছেলের পিতা অপমৃত্যু মামলা করেছে। মামলার পরিপেক্ষিতে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।