

ফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখল ও মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হন স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশকরা।
গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ পরিবেশক সমিতির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিবেশক সমিতির সদস্যরা, স্থানীয় ব্যবসায়ীরা এবং ভুক্তভোগী সাধারণ মানুষ।
মানববন্ধনে সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, “আমি দীর্ঘ ২০ বছর ধরে এই সমিতির সভাপতির দায়িত্বে রয়েছি। আজ আমাদের ঘরে বসে গুদামের তালা ভেঙে ডাকাতি হয়, কর্মীদের মারধর করা হয়। আর কোনো অবস্থাতেই আমরা চুপ থাকবো না। যদি আবার এমন ঘটনা ঘটে, আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো।”
তিনি অভিযোগ করে বলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান প্রতিবার আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসনের এই গড়িমসি ভূমিকার তীব্র প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “ছিনতাইকারীরা চাপাতি, ছুরি, পিস্তলসহ অস্ত্র নিয়ে হামলা করে। আমাদের কর্মীদের মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়। আমরা আতঙ্কের মধ্যে আছি, তাই বাধ্য হয়ে মানববন্ধনে নেমেছি।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সোনারগাঁ থানার উদ্দেশ্যে যাত্রা করে এবং থানায় স্মারকলিপি জমা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হকসহ শতাধিক স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।