সুনামগঞ্জের ছাতকে তালতো ভাইয়ের ধর্ষণের শিকার এতিম কিশোরী অন্তঃস্বত্তা অভিযুক্ত হাফিজ সোলেমান আলী গ্রেফতার

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে তালতো ভাই হাফিজের ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী এতিম কিশোরী দুই মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েছে। প্রায় তিন মাস আগে একাধিক বার ধর্ষণের শিকার হওয়া এই পিতা-মাতাহীন কিশোরী অন্তঃস্বত্তা অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। সামাজিকভাবে বিচার চেয়ে না পেয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত হাফিজ সোলেমান আলী (৩০) কে গ্রেফতার করেছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। হাফিজ সোলেমান আলী ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের ক্বারী আপ্তাব আলীর ছেলে। হাফিজ সোলেমান আলী হবিগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযোগ থেকে জানা যায়, পিতৃ-মাতৃহীন ভিকটিম কিশোরী তার একমাত্র বড় ভাইয়ের সাথে পিতার বাড়িতেই বসবাস করে আসছে। গত বছরের ৫ নভেম্বর তার বড় ভাই রাজমিস্ত্রীর কাজে যোগ দিতে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলায় যাওয়ার সময় ওই কিশোরীকে জাতুয়া গ্রামের বোনের বাড়িতে রেখে যায়। ওই দিন রাতে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বোন জামাইয়ের বড় ভাই হাফিজ সোলেমান আলী। এর পর নানা প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গ্রামের লোকজনের চাপে বিয়ের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির আশ্বাস দেয় সোলেমান আলী। কিন্তু নানা অজুহাতে কালক্ষেপন করে এক পর্যায়ে বিয়ে করতে অসম্মতি জানায় সোলেমানের পরিবার। এঘটনায় গত ২৫ জানুয়ারি অভিযুক্ত হাফিজ সোলেমান আলীর বিরুদ্ধের ছাতক থানায় অভিযোগ করেন কিশোরীর বড় বোন। এরপর কিশোরী আদালতে জবানবন্দী দিয়েছে ও তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন,ধর্ষিতা কিশোরী আদালতে জবানবন্দী দিয়েছে এবং তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সোলেমান আলীকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মাধবপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ আলমগীর ভূঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাশের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ( ২৯ […]

হবিগঞ্জ মাধবপুর উপজেলার ২৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Share the post

Share the postহবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ ইউনিয়নে ৫৬ জন চেয়ারম্যান পদে প্রার্থী হন। তাদের মধ্যে আওয়ামী লীগের তিন প্রার্থীসহ ২৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।নির্বাচনসংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট যারা পাবেন না, তারা জামানত হারাবেন। মাধবপুর উপজেলায় চেয়ারম্যান […]