র্যাবের অভিযান, সাজাপ্রাপ্ত ও জেল পলাতক ২ আসামী গ্রেপ্তার
আশিকুর রহমান (নরসিংদী) :-নরসিংদী শহরে পৃথক অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও জেল পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১১)।
শুক্রবার (৭ মার্চ) সকালে র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন :- নরসিংদী পৌর এলাকার পশ্চিম দত্তপাড়া গ্রামের সাহিদ মিয়ার ছেলে মোঃ সাব্বির মিয়া ওরফে কৈডা (৩২) ও কাউড়িয়া পাড়া গ্রামের খলিল রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
তিনি জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে সমাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ৬ মার্চ (শনিবার) রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী মডেল থানার দায়েরকৃত অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাব্বির মিয়া ওরফে কৈডাকে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
অপর আরেক অভিযানে ডাকাতি মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম নরসিংদী জেলা কারাগারে বন্দী ছিলেন। গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। পরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।