রুয়া নির্বাচন না হলে অহিংস আন্দোলন সহিংস হবে এমন ঘোষণায় রাবি শিক্ষক ফোরামের উদ্বেগ ও ক্ষোভ রুয়া নির্বাচন নিয়ে সহিংসতার ঘোষণায় রাবি শিক্ষক ফোরামের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

Share the post
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) একটি ছাত্র সংগঠনের সভাপতির সহিংসতা ও সন্মানিত শিক্ষকদের নিয়ে অশালীন বক্তব্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার ( ৩ মে ) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “রুয়া নির্বাচনকে কেন্দ্র করে একটি ছাত্রসংগঠনের সভাপতি সহিংস আন্দোলনের মাধ্যমে শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার হুমকি এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সম্পর্কে অশালীন ও অসম্মানজনক ভাষা প্রয়োগ করেছে, যা একটি শিক্ষিত সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং অনভিপ্রেত।
ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, একটি সুশৃঙ্খল, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে গঠনতন্ত্র মেনে রুয়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিৎ। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু সেটি যেন কখনোই সহিংসতা বা অপমানের মাধ্যমে প্রকাশ না পায়। একজন ছাত্রনেতার মুখে এই ধরনের বক্তব্য শুধু প্রতিষ্ঠান নয়, গোটা শিক্ষাব্যবস্থার মানকেই প্রশ্নবিদ্ধ করে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই ধরণের উস্কানিমূলক ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ অনুরোধ করে উক্ত ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দায়িত্বহীন আচরণ করতে সাহস না পায়”।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]