রাঙ্গুনিয়ায় কেক বানিয়ে সফল নারী উদ্যোক্তা দুই বোন

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধি : কেক পেস্ট্রি- শুনলে মানস পটে ভেসে ওঠে সুস্বাদু এক খাবারের চিত্র। কিন্তু এই কেক বা পেস্ট্রির উপরে যে নকশাচিত্র আমরা দেখতে পাই সেখানেও লুকিয়ে থাকতে পারে হাজারো গল্পগাঁথা। নাজমুন ও নিশাত এর তৈরি কেক থেকে গ্রাহকের মনে এমন ধারণা তৈরি হয়।নাজমুন ও নিশাত বয়সে তরুণ। নাজমুন জিওলজি চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী এবং নিশাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি তে পড়াশোনা করছে। কিন্তু এগুলো তাদের পরিচয় নয়। তাদের পরিচয় আপন শৈলীতে। তাদের তৈরি কেক মানেই সেখানে নকশায় থাকবে কোনো না কোনো কল্পগল্প। কেকের মিষ্টি স্বাদের পাশাপাশি যেখান থেকে গ্রাহক পেতে পারেন সাফল্য, সম্ভাবনা, বহুদূর যাওয়ার অনুপ্রেরণা। দুই বোনের বাসায় বসে এমন শিল্পিত কেক বানিয়ে এই বয়সেই রীতিমত বিখ্যাত। বলা যায়, কেক বানিয়ে তারা এখন লাখপতি। ২০২০ সালের নভেম্বর থেকে তাদের এই সাফল্যের গল্পের সূচনা। এখন সাফল্য ছড়িয়েছে রাঙ্গুনিয়া জুড়ে। সবচেয়ে সুস্বাদু আর শৈল্পিক কেক, পেস্ট্রি আর ডেজার্ট বানানিযে রাঙ্গুনিয়ায় রীতিমতো সাড়া পেয়েছেন।

নাজমুন ও নিশাত ৪ বোনের মধ্যে সবার বড় এবং মেজ। কিন্তু তাদের সাফল্য সমাজে এখন অনেকের পাথেয়। যদিও তাদের নেই কোনো ফ্যাক্টরি, দোকান কিংবা শোরুম। রয়েছে এই একটিমাত্র ফেসবুক পেইজ-Fatema’s Cake&Art । এই পেইজের মাধ্যমে এবং ব্যক্তিগত ফোনে কেকের অর্ডার নেন তারা। এরপর চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। ব্যক্তিগত পর্যায়ে যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি বড় বড় কর্পোরেট হাউজের অনুষ্ঠানের জন্যও তারা কেকের অর্ডার পান।সর্বনিম্ন ½ পাউন্ড , সর্বোচ্চ 25 পাউন্ড পর্যন্ত কেক বাসায় বসেই বানাতে পারেন তারা। প্রতি পাউন্ড কেকের মূল্য সর্বনিম্ন ৫০০ টাকা। নাজমুন জানান, ২০২০ সালের নভেম্বর মাস থেকেই তারা রাঙ্গুনিয়ায় প্রথম বাণিজ্যিকভাবে কেকের অর্ডার নিতে শুরু করেন।আম্মুর কাছ থেকেই তার কেক বানানো হাতে খড়ি।এরপর নাজমুন সবার চেয়ে আলাদা এবং বৈচিত্র্যপূর্ণ কেক কীভাবে বানানো যায় সে বিষয়ে গবেষণা শুরু করেন। ইচ্ছাশক্তি আর অধ্যাবসায়ের প্রতি আস্থা রেখে ঘরে বসে কেক বানিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেন।

নিশাতবলেন, ‘অত্যন্ত হাইকোয়ালিটির,ব্রান্ডের প্রোডাক্ট দিয়ে কেক বানাই।সামান্য লাভের উদ্দেশ্যে আমরা কখনও বাজারের খোলা ময়দা-চিনি কিংবা ক্রিম ব্যবহার করিনা।কারণ শুধুমাত্র আর্থিক লাভের উদ্দেশ্যে আমরা বিজনেস করিনা।তাইতো কেকফ্যাক্টরিতে ক্রিম হিসেবে মার্জারিন ও ডালডা ব্যবহার করলেও আমরা ব্রান্ডের বাটার-চিজ-হুইপড ক্রিম,চকোলেট বার দিয়ে কেক বানাই,ছোট বেলা থেকেই দেখতাম কোনো অনুষ্ঠানে কেক কাটলে উপর থেকে ক্রিম ফেলে দিয়ে কেক খেত,মানুষের এই সমস্যা উত্তরণের চেষ্টায় আছি।আমাদের উদ্দেশ্য রাঙ্গুনিয়ার মানুষের কাছে উন্নত মানের কেক তুলনামূলক কম টাকায় হাতের কাছে এনে দেওয়া’। নিশাত আরো জানান, প্রথম দিকে সপ্তাহে ১-২ টা কেকের অর্ডার আসত,তবে কোন কোন সপ্তাহে এমনও হতো যে কোন অর্ডারই আসেনি।তবে এখন দিনে ৩-৪টা অর্ডার থাকে’।প্রতিমাসে তার আয় ২০ থেকে ৩০ হাজার টাকা। সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়া নাজমুন ও নিশাত তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘ভবিষ্যৎ কেবল আল্লাহই ভালো জানেন।তবে ইচ্ছে আছে রাংগুনিয়াতে Fatema’s Cake&Art এর আউটলেট খোলার এবং তা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া।কেক বানানোর উদ্দেশ্য টাকা আয় করা নয়। আমাদের কাছে এটা একটি শিল্প। এটা আমাদের ভালোবাসা। আমারা এই ভালোবাসার সাথেই থাকতে চাই।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চকরিয়া যুবলীগের সভাপতি ও তার ছোট ভাইকে মামলায় দেওয়ায় মানববন্ধন

Share the post

Share the postফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতিকে মামলায় দিয়েছে প্রতিপক্ষের লোকজন। সেই মামলা থেকে রক্ষা পায়নি দীর্ঘদিন ধরে মরনব্যাধী রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িত পড়ে থাকা তার এক সহোদরও। কোন তদন্ত ছাড়াই চকরিয়া থানার ওসি প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে এ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিয়েছেন বলে অভিযোগ […]

এবার সিরিয়া থেকে ইসরায়েলে হামলা

Share the post

Share the post প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১৯:০৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৯:১৩ লেবাননের পর এবার প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা করা হয়েছে। এই হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়া সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। সিরিয়া থেকে ছোড়া গোলা ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত হানার তথ্য স্বীকার […]