রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীতে শাহজাদপুরে ৩ দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃউনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্য ও বিশ্বের জ্ঞানভান্ডারে এক বহুমুখী প্রতিভার নাম—নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো সিরাজগঞ্জের শাহজাদপুর। সাহিত্যের গভীরতম উপাদান তিনি খুঁজে পেয়েছিলেন এইখানেই, জমিদারি কাজের সূত্রে এসে। তিনি নিজেই লিখেছেন, এখানে (শাহজাদপুরে) আমার লেখার যে ভাব আসে, অন্য কোথাও তা না।
এই স্মৃতিবিজড়িত স্থান শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী। আজ ২৫ বৈশাখ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জন্মোৎসব, যার আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়।
সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক নিজেই। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খায়রুন নিসা। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. রাফাত আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল খালেক বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে এসে এখানকার মাটি ও মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন। এখানেই রচিত হয়েছে সোনার তরী, পোস্টমাস্টারসহ বাংলা সাহিত্যের বহু অনন্য সৃষ্টি, যা আজও বিশ্ব দরবারে বাংলা সাহিত্যের গৌরব বৃদ্ধি করছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে শাহজাদপুরের কাছারিবাড়িসহ বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে নতুন রঙে। দেশ-বিদেশ থেকে আগত পর্যটক ও রবীন্দ্রভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কাছারিবাড়ি প্রাঙ্গণ। চলছে সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজন।
শাহজাদপুরের এই কাছারিবাড়ি একসময় নাটোরের রানী ভবানীর জমিদারির অংশ ছিল। ১৮৪০ সালে জমিদারিটি নিলামে ওঠে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র তেরো টাকা দশ আনায় জমিদারিটি কিনে নেন। আগে কাছারিবাড়ির মালিক ছিলেন ব্রিটিশ নীলকর সাহেবরা।
১৮৯০ সাল থেকে ১৮৯৬ সাল পর্যন্ত কবিগুরু জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরে আসতেন এবং এই সময়েই তিনি সাহিত্য চর্চায় ডুবে যান। শিলাইদহে স্থায়ীভাবে বসবাস করলেও শাহজাদপুর ছিল তাঁর সাহিত্যিক অনুপ্রেরণার অন্যতম উৎস।
কাছারিবাড়িটি ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবন। ভবনের দৈর্ঘ্য ২৬.৮৫ মিটার, প্রস্থ ১০.২০ মিটার এবং উচ্চতা ৮.৭৪ মিটার। এখানে রয়েছে সাতটি কক্ষ, প্রশস্ত বারান্দা, পোড়ামাটির শিল্পকর্ম ও মনোমুগ্ধকর দৃশ্যাবলি—যা কবিগুরুকে বারবার টেনে এনেছে এখানে।
শাহজাদপুরে অবস্থানকালে কবি রচনা করেন সোনারতরী, বৈষ্ণব কবিতা, দুটি পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, যমুনা, হৃদয়, প্রত্যাখ্যান, চিত্রা, শীত ও বসন্তে, নগর সংগীত, মৃত্যু মাধুরী, প্রথম চুম্বন, শেষ চুম্বন, তৃণ, ইছামতী নদী, ক্ষুধিত পাষাণ, অতিথি, সম্পত্তি, ছুটি ইত্যাদি অসংখ্য কবিতা ও গল্প। এখানে বসেই তিনি লেখেন ৩৮টি ছিন্নপত্রাবলী, নাটক বিসর্জন, ও পঞ্চভূতের অংশবিশেষ।
শাহজাদপুরের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এই আত্মিক সম্পর্ক আজও ছুঁয়ে যায় পাঠকের হৃদয়। কাছারিবাড়িতে বসে সৃষ্টি হওয়া তাঁর অমর সাহিত্যকর্ম আজও বাংলার মাটিতে আলো ছড়ায়। সেই আলোরই আরেক নতুন উৎসবমুখর উজ্জ্বলতা নিয়ে ফিরে এলো এবারের ১৬৪তম জন্মবার্ষিকী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা

Share the post

Share the postজলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১,০০০ রোগী এই সেবা গ্রহণ করেছেন। সিরাজগঞ্জ শহরের আমলা পাড়ায় অবস্থিত প্রফেসর ডা. এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জুলাই গণঅভ্যুত্থান […]

শাহজাদপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

Share the post

Share the postমোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে টানা বর্ষণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে অলস সময় পার করছেন সাধারণ মানুষ, আর চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। প্রতিদিনের মতো শ্রমে ঘামে দিন চালানো মানুষগুলো এখন কর্মহীন হয়ে পড়েছেন। রিমঝিম বৃষ্টির শব্দ যদিও অনেকের কাছে রোমান্টিক বা প্রশান্তির মনে হলেও, এই […]