মানিকছড়ির তিনঘড়িয়া পাড়ায় সাংগ্রাই উৎসবে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post
আলমগীর হোসেন,খাগড়াছড়ি:  ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদুরখীল তিনঘরিয়া পাড়ায় মহা সাংগ্রাই উদযাপিত হয়েছে।
গতকাল দুপুর থেকে শুরু হওয়া এই আনুষ্ঠানিকতায় অংশ নেন স্থানীয় মারমা, ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের কয়েকশত নরনারী ও শিশু-কিশোর। পাড়াবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
শুরুতেই ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে হিসেবে বিবাহিত ও অবিবাহিত পুরুষরা দু’দলে বিভক্ত হয়ে দড়ি টানাটানিতে অংশ নেয়। মুখো-মুখি এই শক্তি পরীক্ষায় বিবাহিতরা জয় লাভ করে। এরপর দুলের মাঝে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। এতে বিবাহিতদের পরাজিত করে জয় লাভ করে অবিবাহিতরা। পরে দড়ি টানাটানিতে অংশ নেয় বিবাহিত ও অবিবাহিত নারীরাও। এতে বিবাহিত নারীদের হারিয়ে জয় লাভ করে অবিবাহিত নারীরা। এছাড়াও তৈলাক্ত বাঁশের চূড়ায় পুরস্কার রেখে বাঁশ বেয়ে উঠার প্রতিযোগিতাও অংশ নেন প্রতিযোগিরা।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠান উৎযাপন কমিটির সভাপতি আদি কুমার ত্রিপুরার সভাপতিত্বে ও স্থানীয় ছাত্রদল নেতা সাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবুল হক বাহার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য উপজেলা মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক আম্যে মারমা, সহ সভাপতি আব্রে মারমা, সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা, সহ সাংগঠনিক সম্পাদক নিয়ংগ্য মারমা, উজাই মারমা, উপজেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন, স্থানীয় কার্বারি লাব্রে অং মারমা ও বিনোদ কুমার ত্রিপুরাসহ আরো অনেকেই।
আলোচনা শেষে বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয় আনুষ্ঠানিকতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুলিয়া বাইপাইল ব্রিজ এর নীচ থেকে মরদেহ উদ্ধার

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকার  একটি ব্রিজের নিচ থেকে  মজিদ মিয়া (৪৮) নামের  মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল প্রায় ৮.৩০ এর  দিকে আশুলিয়া বাইপাই ব্রিজের নিচের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মজিদ মিয়া (৪৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর গ্রামের মনসুর […]

কসবা উপজেলায় নেশার টাকা না পেয়ে,মা,বাবার ও নিজ পরিবারের উপর নির্যাতনের অভিযোগ।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার,কসবা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তেতৈয়া গ্রামে মোঃ রাকিব (২১) নামের এক ব্যক্তি গাঁজা সেবন করে,এবং আরো নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চাই। টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে তার পরিবারের লোকজনকে মারধর করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। ২৯ শে এপ্রিল মঙ্গলবার দিবাগত […]