

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন ৪নং তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিম পাড়া পাড়া (হেডকোয়ার্টার) এলাকায় ০৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্প হতে সেনাবাহিনীর একটি টহল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ০৮নং ওয়ার্ড মেম্বার
মৃত মেখোরশেদ আলম ভূঁইয়ার ছেলে মোঃ আব্দুল মতিন (৫৭), নিজ বসতবাড়ি হতে ০১টি থ্রি জিরো থ্রি রাইফেল, ০৪টি ৭.৬২ মিঃমিঃ বল এ্যামোঃ, ০১টি দেশিও এলজি, ০৪টি কার্তুজ ও ০২ টি মোবাইল ফোনসহ আটক করেন। জানাযায় ৭ সেপ্টেম্বর রাতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। পরে আটককৃত ব্যক্তিকে মানিকছড়ি থানায় হস্তান্তর করেন। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল উদ্দিন জানান আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজি করে আদালতে প্রেরণ করা হয়েছে।