ভোলায় জিজেইউএস-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post
মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি- চ্যানেল ২১:ভোলায় নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোলা পৌর কিচেন মার্কেটের ছাদে আয়োজিত এই মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। অনুষ্ঠান মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাসির হাওলাদার ও মোঃ কবির হোসেন, এবং জিজেইউএস-এর চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।
এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, এবং সঞ্চালনায় করেন পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ।
জিজেইউএস প্রতি বছরই এই ধরনের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকে, যাতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ একত্রিত হতে পারেন এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলার মনপুরায় ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

Share the post

Share the post মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি :ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিজিএফ চাল বিতরণে অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে […]

ভোলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত কর্তার হাটে প্রকাশ্যে হামলা, আহত আবু ডুবাই, লুট ৭ হাজার টাকা

Share the post

Share the postমুহাম্মদ রনি, চ্যানেল ২১ নিউজ:ভোলার চরফ্যাশন থানার অন্তর্গত কর্তার হাট বাজারে প্রকাশ্যে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। মৌলবি বাড়ির আবদুল্লাহ নামে এক ব্যক্তি আবু ডুবাই নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার পকেট থেকে ৭ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। আহত আবু ডুবাইয়ের বাড়ি গজারিয়া ইউনিয়নের ইলিশাকান্ধি গ্রামে, তিনি […]