বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫: বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি
মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি : প্রাণিস্বাস্থ্য সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আন্তঃ ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতা।
১৮ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের ১৫টি ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিনিধিত্ব করে যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মীতার উৎকর্ষতা প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় Tab Round থেকে সেরা চারটি দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। সেমিফাইনালে বাকৃবি পরাজিত করে শেকৃবিকে এবং মাভাবিপ্রবি জয় পায় গাকৃবির বিপক্ষে।
ফলে প্রতিযোগিতার ফাইনাল পর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল, বিশ্ব ভেটেরিনারি দিবসে।
আয়োজনটির সহযোগিতায় ছিল এসিআই এনিমেল হেলথ, আদিয়ান এগ্রো লিমিটেড, প্রোভেট রিসোর্সেস লিমিটেড, আড়ং ডেইরি এবং ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BVA-এর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার (স্বপন), সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন, BVC-এর রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাসসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, পাঠ্যবইয়ের বাইরে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। এই ধরনের আয়োজন ভেটেরিনারি পেশার গুরুত্ব ও সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্যকেও গভীরতর করে তোলে।