বারংবার বন্যায় চলনবিলে জনজীবনে চরম দুর্ভোগ,বিপদ সীমার ১০৬ সেঃমিটারের উপরে পানি প্রভায়ীত।

Share the post

কাওছার আহ্ম্মেদ ডাহিয়া,(সিংড়া)প্রতিনিধি: বার-বার বন্যায় চলনবিল বাসির জীবনে নেমেএসেছে চরম দূর্ভোগ,অধিকাংশ সড়ক পথ পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ হয়ে পরেছে প্রায় বিচ্ছিন্ন। নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলে ২য় দফার বন্যায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।অত্যাধিক ভারী বর্ষনে উজান থেকে পানি নেমে আসায় এবং মোহানন্দা নদী বেয়ে ফারাক্কা হয়ে ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করায় পানি বৃদ্ধি পাচ্ছে রেকর্ড মাত্রা ছাড়িয়ে। বর্তমানে চলনবিলের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি বিপদ সীমার ১০৬ সেঃমিটারের উপর দিয়ে প্লাবিত হচ্ছে। যে বৃদ্ধির মাত্রা পানি বৃদ্ধির অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে ঐতিহাসিক রেকর্ড করেছে। গত দুই মাসের ভয়াবহ বন্যার যে ক্ষতি হয়েছে সেই লোকসান কাটিয়ে না উঠতেই ফের বন্যায় চলনবিলের হাজার হাজার পরিবার পরেছে চরম দুর্ভোগে।বাচাঁর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেনা কিছুতেই।পানিতে ডুবে যেয়ে নষ্ট হয়েছে এঅঞ্চলের প্রায়১৬০০/১৭০০ হেক্টর জমির নতুন করে রোপনকরা রোপা ধান ও অন্যান্ন ফসল।ভাসিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকার পুকুরের চাষকরা মাছ।

বন্যার পানিতে বাড়ি-ঘর,পথ ঘাট স্কুল কলেজ সব কিছুই ডুবে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে পানি বন্দী হাজার হাজার পরিবার। নিম্ন আয়ের মানুষের জীবনে দূর্ভোগ আর ভোগান্তি আরও বেশি। উপার্যনের সকল পথ হয়েগেছে একেবারে বন্দ। পানিতে বসত করার একমাত্র ঘরটি ডুবে যাওয়ায় খুলা আকাশের নিচে জীবন যাপন করতে হচ্ছে হাজার হাজার বানভাসি পরিবারকে। খাদ্যোভাব ও বিশুদ্ধ পানির অভাবে নানা অসুস্থতায় ভুকছেন শিশু ও বৃদ্ধসহ নানাবয়সের মানুষ।আবার অসুস্থ্যদের অসুস্থতায় মিলছেনা সু চিকিৎসা। ইতিমধ্যেই সিংড়ার পৌর এলাকার স্কুল,কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে বন্যায় দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। এমতাবস্থায় সরকারের কাছে অতীতের মতোই প্রয়োজনীয় খাদ্য, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ সকল প্রকার সাহায্য সহায়তার আশাবাদী চলনবিলের হাজার হাজার বানভাসি অসহায় মানুষের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ডেকে নিয়ে অচেতন করে প্রেমিকাকে ধর্ষণ

Share the post

Share the post নিজস্ব  প্রতিনিধিঃ  কুমিল্লার বুড়িচংয়ে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অচেতন করে এক কিশোরীকে (১৬) রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক রিয়াজুল হক হামীমের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৬ এপ্রিল) ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রিয়াজুল হক হামীম বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার স্কুল সংলগ্ন বাড়ির রেজাউল […]

ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, […]