বাংলাদেশ প্রেসক্লাব সোনারগাঁ উপজেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ :বাংলাদেশ প্রেস ক্লাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল সোনারগাঁ উপজেলার আহবায়ক ফাহাদুল ইসলাম চ্যানেল ২১ প্রতিনিধির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সারা বাংলাদেশের বিভাগীয়, জেলা, উপজেলা কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এরি ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৭ মার্চ সোনারগাঁও উপজেলার মোগরা পাড়া চৌরাস্তার সিকদার ডাইন রেস্টুরেন্টে সংগঠনের সদস্য সচিব উজ্জ্বল হোসেন মাসুমের সঞ্চালনায়, উদ্যোক্তা ও আহবায়ক ফাহাদুল ইসলামের সভাপতিত্বে,
সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, কালের কন্ঠের সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, গাজী মোবারক হোসেন, জনবানির স্টাফ রিপোর্টার ও ডিইউজের নির্বাহী সদস্য, সাংবাদিক রাজু আহমেদ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনির হোসেন, যায়যায় দিনের সোনারগাঁ প্রতিনিধি কামরুজ্জামান রানা, সোনারগাঁ টাইমসের সম্পাদক হাজী শাহজালাল, চ্যানেল a1এর সহ-সম্পাদক, আক্তার হোসেন সহ সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের এই উদ্যোগ ও আয়োজন কে অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশের অঙ্গসংগঠনের ইফতার মাহফিল আয়োজনের ধারাবাহিকতায় সোনারগাঁও উপজেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁদে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের স্বার্থে সংবাদ পরিবেশন করব। কোন প্রতিহিংসার সাংবাদিকতা আমরা যেন না করি। এ ইফতার ও দোয়া মাহফিলে আমরা সকলে সকলের জন্য দোয়া করব যেন মহান আল্লাহ তায়ালা রমজানের পূর্ণতা আমাদের কে উপহার দেন। পবিত্র রমজানের শেষের ধারপ্রান্তে মহান আল্লাহ যেন আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে আমাদেরকে নাজাত দান করেন।