প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটলো শিক্ষার্থীর

Share the post

প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটেছে এক স্কুলছাত্রের। মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার অজুহাতে ওই ছাত্রকে একাধিকবার থাপ্পড় মারা হয়।ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা উচ্চবিদ্যালয়ে। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রের পিতা গতকাল বুধবার (৩ নভেম্বর) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটে গত ২৭ অক্টোবর। এ কয়েক দিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল বলে জানান এলাকাবাসী।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কচুগাড়ি গ্রামের আবদুল বাকীর ছেলে রিয়াদ হোসেন ছাইকোলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত ২৭ অক্টোবর রিয়াদ হোসেনসহ তার কয়েকজন সহপাঠী ক্লাসে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ক্লাসে প্রবেশ করে তাদের কাছে মোবাইল ফোন আছে কি না, জানতে চান।

এ সময় রিয়াদ হোসেনসহ পাঁচজন ছাত্র উঠে দাঁড়ায়। এদের সবাইকেই মারধর করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রিয়াদ হোসেনের কানের ওপর থাপ্পড় মারলে প্রচণ্ড ব্যথা পেয়ে শ্রবণশক্তি হারিয়ে ফেলে সে। বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায় রিয়াদ।এ ব্যাপারে রিয়াদের বাবা আবদুল বাকী আরটিভি নিউজকে জানিয়েছেন, আমার ছেলে আগে জহুরুল মাস্টারের কাছে প্রাইভেট পড়ত। এখন পড়ে না। এ রাগে আমার ছেলেকে অমানুষিভাবে থাপ্পড় মেরেছে। ছেলে কানে শুনতে পারছে না। ছেলেকে গুরুদাসপুরে নাক-কান-গলা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসক জানিয়েছেন রিয়াদের কানের পর্দা ফেটে গেছে।

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছি।অভিযুক্ত ছাইকোলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, ক্লাসে মোবাইল নিয়ে প্রবেশ করায় ওই দিনে আমি রিয়াদসহ পাঁচজন ছাত্রকে মেরেছি। বিষয়টি উচিত হয়নি। হঠাৎ করেই বিষয়টি ঘটে গেছে। এ জন্য আমি অনুতপ্ত।

 

 

 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম আরটিভি নিউজকে বলেন, শুনেছি এ ব্যাপারে আমার দপ্তরে একটি অভিযোগ এসেছে। এখনও হাতে পাইনি। তবে খুব শিগগিরই তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরের পাহাড়ী আদিবাসীদের, বিশুদ্ধ পানির কষ্ট চরমে

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকানা) প্রতিনিধি : অতিরিক্ত তাপদাহে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চলের জনজীবন। পাহাড় ও টিলাবেস্টিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়ন। সেখানে গাড়ো, হাজং ও বাঙালী মিলিয়ে হাজার হাজার মানুষের বসবাস। গত তিনদিনের গরমে বেড়েছে তীব্র তাপদাহ। সেইসাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তও হচ্ছেন […]

‘ডি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলাম শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতর হার ছিল প্রায় ৯১ শতাংশ। রবিবার (১১ মে) দুপুর ১ টায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী […]