

আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম (২৯) সদর উপজেলার গাবতলী পুরানপাড়া গ্রামের আবৃদুর রশিদের ছেলে। এসময় তার কাছ থেকে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উপ-পরিচালক সামছুল আলম জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত একটি দল শহরের শিক্ষা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে আরিফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হোন। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক সামিরা বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।