নওগাঁয় ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Share the post
মির্জা তুষার আহমেদ, নওগাঁ: ছয় দফা দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নওগাঁ-বগুড়া মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বন্ধ হয়ে যায় দূরপাল্লার কোচসহ আন্তজেলা পরিবহন চলাচল।
নওগাঁ পলিটেকনিক ও ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের চার শতাধিক শিক্ষার্থী এবং ডায়নামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তাঁদের ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন। অনেক শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ ও পর্ব-মধ্য পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন।
সড়কের মাঝখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা “দাবি মানতে হবে”, “অবিলম্বে রায় বাতিল করতে হবে”, “অবৈধ নিয়োগ চাই না”—ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বৃষ্টির মধ্যেও কেউ অবস্থান ছেড়ে যাননি। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় ক্রিকেট খেলায় মেতে ওঠেন এবং সড়কের মাঝখানেই যোহরের নামাজ আদায় করেন। বৃষ্টির বাধাও থামাতে পারেনি তাঁদের আন্দোলন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—
প্রথম দাবি, হাইকোর্টের দেওয়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। বিতর্কিত নিয়োগবিধি সংশোধন করে ২০২১ সালে নিযুক্ত ব্যক্তিদের নিয়োগ অবৈধ ঘোষণা করতে হবে এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।
দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা।
তৃতীয় দাবি, ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। যারা এ সংরক্ষিত পদের পরিবর্তে নিম্ন পদে নিয়োগ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চতুর্থ দাবি, কারিগরি শিক্ষা পরিচালনায় নন-টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা নিয়োগ নিষিদ্ধ করতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, উপসচিবসহ এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ দিতে হবে এবং সব শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তি দিতে হবে।
পঞ্চম দাবি, স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।
ষষ্ঠ দাবি, পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে শতভাগ ভর্তির নিশ্চয়তা দিতে হবে।
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তৌসিক সিদ্দিকী সাব্বির বলেন, “২০২১ সালে যেভাবে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তা আমরা মানি না। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও আমাদের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই রায় বাতিল এবং আপিল প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।”
আরেক শিক্ষার্থী রিয়াদুল ইসলাম রোমেন বলেন, “আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে সব পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাঁদের দাবিগুলো পূরণ না হবে, ততদিন আন্দোলন চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের নামে প্রতারণা, আটক ১

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চলমান নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণার ফাঁদ পেতেছিল একটি দালালচক্র। প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নওগাঁ শহর থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শহরের পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুল মতিন (৫৩) নামে […]

ধর্ম ও সংস্কৃতির বিভেদ ভুলে নওগাঁয় বর্ষবরণের বর্ণিল আয়োজন

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ:সারা দেশের ন্যায় নওগাঁতেও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় নতুন বছরকে বরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের এটিম মাঠ থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই স্লোগানে বের করা […]