চরভদ্রাসনে তিন বছরের শিশু আফজালের চোখের দৃষ্টি ফিরে পেতে সাহায্যের আবেদন

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—আপনার আমার সহানুভূতিই পারে একটি জীবন বাঁচাতে। আর সেই সহানুভূতিই পারে ফেরাতে তিন বছরের নিষ্পাপ শিশু আফজালের চোখের আলো।
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীর চর, দারাজউদ্দিন মোল্লার ডাঙ্গীর হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া শেখ কাদিরের দুই সন্তানের একজন ছোট ছেলে আফজাল (৩)। জন্মের পর থেকেই সুস্থ দৃষ্টিশক্তি ছিল তার। কিন্তু সম্প্রতি খেলাধুলার সময় ঘাস কাটার কাঁচির ভয়াবহ আঘাতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটি চোখ। এখন অবস্থার অবনতি হয়ে চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জরুরি অপারেশন ছাড়া আফজালের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব নয়। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে এই অপারেশনের ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে এখনো হাসপাতালেও ভর্তি করানো যায়নি তাকে।
এই খবর ছড়িয়ে পড়লে, কিশোর আলো যুব সংগঠন তাৎক্ষণিকভাবে নয়জন সদস্যের একটি টিম নিয়ে শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ায়। সংগঠনের প্রবাসী সদস্য সাইফুল ইসলাম সজিব শিশুটির চিকিৎসার জন্য ইতিমধ্যে ৫,০০০ টাকা সহায়তা প্রদান করেছেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে আরও সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আফজালের বাবা শেখ কাদির কান্নাজড়িত কণ্ঠে বলেন—
“আমার দুই ছেলের একজন আফজাল। ওর চোখের চিকিৎসা ছাড়া বাঁচার কোনো পথ নেই। সমাজের বিত্তবান ভাই-বোনদের কাছে আমি আকুল আবেদন জানাই, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহায়তাও আমার ছেলের চোখে আলো ফিরিয়ে দিতে পারে।”
অপারেশনের সম্পূর্ণ খরচ মেটাতে এখনো আরও অর্থের প্রয়োজন। আপনার সহযোগিতা এই শিশুর জীবন বদলে দিতে পারে।
সহায়তার জন্য বিকাশ (পার্সোনাল): 01590096286
নগদ (পার্সোনাল): 01756232144
আসুন, সবাই মিলে এই নিষ্পাপ শিশুটির চোখে আবার আলো ফিরিয়ে দিই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর […]

**ফরিদপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার**

Share the post

Share the post মোঃ সজল মন্ডল জেলা প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিম তার স্বামীর সঙ্গে রঘুনন্দনপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন দুপুরে ঘরের দরজা দীর্ঘসময় বন্ধ […]