চরভদ্রাসনে ডাম্পিং গ্রাউন্ড না থাকায় নদীতে বর্জ্য ফেলা হচ্ছে, জনদুর্ভোগ চরমে

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদীর তীরে অবস্থিত সদর বাজারে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় বাজারের বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির মতো সমস্যা দেখা দিয়েছে।
বাজারের কাঁচাবাজার, মাছ,মাংসের বাজার ও ফলবাজারের প্লাস্টিক বর্জ্য সহ প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়, যা সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পাড় ও পানি দূষিত হচ্ছে এবং আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় কাপড় ব্যবসায়ী ইমরান বেপারী জানান, “রাস্তা ও নদীর পাড়ে ময়লা ফেলার কারণে মসজিদ ও অজুখানায় যাতায়াতে সমস্যা হয়। এতে পথচারী ও ব্যবসায়ীদের ব্যাপক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।”
বেশিরভাগ ময়লা চরভদ্রাসন মসজিদের পেছনে ফেলা হয়। এতে মসজিদে নামাজ আদায় এবং অজুখানা ব্যবহারে দুর্ভোগের কথা জানিয়েছেন মুসল্লিরা।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, “উপজেলার মাথাভাঙ্গা এলাকায় ডাম্পিংয়ের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।”
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজাদ খানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
বাজারের বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা জানান, “গতকাল উপজেলার সভাকক্ষে এ বিষয়ে আলোচনা হয়েছে। উপজেলা প্রশাসন ময়লা ফেলার একটি স্থায়ী সমাধান করার আশ্বাস দিয়েছে।”
এর আগেও কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী জায়গার সংকটে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ আরও বেড়ে যেতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন থানাকে ঘুষ, দুর্নীতি, টাউট-বাটপার ও দালালমুক্ত ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি)রজিউল্লা খান।তিনি বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা নিন।”রবিবার (১০ আগস্ট) নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে ওসি জানান, থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে তিনি সতর্ক নজর […]

চরভদ্রাসনে তিন বছরের শিশু আফজালের চোখের দৃষ্টি ফিরে পেতে সাহায্যের আবেদন

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—আপনার আমার সহানুভূতিই পারে একটি জীবন বাঁচাতে। আর সেই সহানুভূতিই পারে ফেরাতে তিন বছরের নিষ্পাপ শিশু আফজালের চোখের আলো। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীর চর, দারাজউদ্দিন মোল্লার ডাঙ্গীর হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া শেখ কাদিরের দুই সন্তানের একজন ছোট ছেলে আফজাল (৩)। জন্মের পর থেকেই […]