গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
মোঃ নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, গত ৯ মে শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, “বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ এ কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায়— কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের অবদান অনস্বীকার্য।”
ফলাফল পরিসংখ্যান অনুযায়ী—
– মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১,৪২,৭১৪ জন।
– পরীক্ষায় অংশগ্রহণ করেন ১,২৫,৫৫৩ জন, যা ৮৭.৯৮%।
– অনুপস্থিত ছিলেন ১৭,১৬১ জন (১২.০২%)।
– উত্তীর্ণ হয়েছেন ৫৭,৪২৫ জন শিক্ষার্থী, যা ৪৫.৭৪%।
– অকৃতকার্য হয়েছেন ৬৮,১২৮ জন, অর্থাৎ ৫৪.২৬%।
– বাতিল করা হয়েছে ৩৯টি ওএমআর শিট (০.০২৭%)।
উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ এবং সর্বনিম্ন নম্বর মাইনাস ১৫.৭৫।
উল্লেখ্য, এর আগে ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট ও ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মে ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে গুচ্ছভুক্ত সকল ইউনিটের পরীক্ষা ও ফলাফল প্রকাশ সম্পন্ন হলো।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে একাধিক কেন্দ্রে ভ্রমণ, খরচ ও সময় সাশ্রয় হয়েছে এবং মেধাভিত্তিক মূল্যায়ন আরও স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।
ফলাফল ও পরবর্তী করণীয়সহ বিস্তারিত তথ্য জানা যাবে গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে: https://gstadmission.ac.bd