সাম্প্রদায়িক সহিংসতায় আটক ২২

Share the post

হিন্দুদের ওপর হামলায় র‍্যাবের হাতে আটক হয়েছে আরো ২২ জন। দিনাজপুর-নোয়াখালীতে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। বুধবার দুপুরে র‍্যাব হেডকোয়ার্টারে সারাদেশের পূজামণ্ডপে হামলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।এসময় তিনি শুধু ভুয়া পোস্টকারীকে নয়, ফেসবুকে যারা এসব পোস্ট শেয়ার করেছেন সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান।খন্দকার আল মঈন বলেন, এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশের বাইরে থেকে যারা অপপ্রচার চালাচ্ছে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে তাদের বিষয়ে তথ্য দেয়া হয়েছে।

ফেসবুকে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগে সরকারি বদরুন্নেসা কলেজের অধ্যাপক রুমা সরকারকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাবের এ পরিচালক বলেন, খুব শিগগিরই ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে।ডিজিটাল নিরাপত্তা আইনের আওত্তায় উস্কানিমূলক কমেন্টধারীদেরও আইনের আওত্তায় আনার সম্ভাবনার কথাও জানান তিনি।

এদিকে, নোয়াখালী ও রংপুরে মন্দির ও হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আজ আরো ২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালীর চৌমুহনীতে ২০ জন ও রংপুরে গ্রেপ্তার হয়েছে ৫ জন।পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, ভিডিও ফুটেজ দেখে বাকি ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে চারটি।এদিকে, রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আরো ৫ জন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে রংপরে মোট গ্রেপ্তার হয়েছে ৪৭ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরের পাহাড়ী আদিবাসীদের, বিশুদ্ধ পানির কষ্ট চরমে

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকানা) প্রতিনিধি : অতিরিক্ত তাপদাহে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চলের জনজীবন। পাহাড় ও টিলাবেস্টিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়ন। সেখানে গাড়ো, হাজং ও বাঙালী মিলিয়ে হাজার হাজার মানুষের বসবাস। গত তিনদিনের গরমে বেড়েছে তীব্র তাপদাহ। সেইসাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তও হচ্ছেন […]

‘ডি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলাম শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতর হার ছিল প্রায় ৯১ শতাংশ। রবিবার (১১ মে) দুপুর ১ টায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী […]