শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৪৮ দিন পর ফেরি চলাচল শুরু

Share the post

টানা ৪৮ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল। সকালে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি কুঞ্জলতার যাত্রার মাধ্যমে এই নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, বিশেষজ্ঞ দলের একটি টিম দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট টি পরিদর্শন করে পদ্মায় স্রোতের গতি পর্যবেক্ষণ শেষে ফেরি চলাচলের উপযোগী মনে করেছেন। তাই পরীক্ষামূলকভাবে এই নৌরুট দিয়ে ফেরি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট পদ্মা সেতুর ১০ নাম্বার খুঁটি সহ একাধিক পিলারে ৪ বার ফেরির ধাক্কা লাগে। এর সাথে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated