পাকশী হাইওয়ে থানা পুলিশ চাদাবাজিতে জিরো টলারেন্স।

Share the post

মোঃ রাসেল হোসাইন,ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসারে যাতায়াত এবং পণ্যবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।

সড়ক-মহাসড়কে চাঁদা বন্ধ, স্বাস্থ্যবিধি অনুসারে গণপরিবহন চলাচল, পণ্যবাহী যানবাহনগুলোর নির্বিঘ্নে চলাচল, মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাসহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান‍্যাল। হাইওয়ে পুলিশের এমন পদক্ষেপের কারণে ন্যায্য ভাড়া পরিশোধ করে স্বাস্থ্যবিধি অনুসারে চলাচল করতে পেরে খুশি এ অঞ্চলের যাত্রীরা। পাকশী হাইওয়ে পুলিশের সব সদস্যদের নিয়ে আলোচনা করে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সড়ক মহাসড়কে চাঁদা আদায় বন্ধ করে দেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।

এদিকে মহাসড়কে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পাকশী হাইওয়ে পুলিশ এ অঞ্চলের প্রতিটি মহাসড়ক এবং মহাসড়ক এলাকায় তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। অপরদিকে পাকশী হাইওয়ে থানা পুলিশের কোনো সদস্য যদি চাঁদাবাজ চক্রের সঙ্গে জড়িত হয় তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরো বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং যাত্রী সাধারণের ভোগান্তি লাগবে একারণে অধিকাংশ সময় আমি নিজেই সড়কে অবস্থান করছি, মালিক শ্রমিক সংগঠনগুলো সড়ক মহাসড়কে কোনো প্রকার চাঁদা আদায় করবে না বলে আমাকে আশ্বস্ত করেছে। মিডিয়া কর্মী এবং জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবৈধ চাঁদা আদায়ের সঙ্গে যদি আমার কোনো পুলিশ সদস্যেরও সংশ্লিষ্টতা থাকে তাহলে সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে অবগত করবেন। আমরা সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরের পাহাড়ী আদিবাসীদের, বিশুদ্ধ পানির কষ্ট চরমে

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকানা) প্রতিনিধি : অতিরিক্ত তাপদাহে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চলের জনজীবন। পাহাড় ও টিলাবেস্টিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়ন। সেখানে গাড়ো, হাজং ও বাঙালী মিলিয়ে হাজার হাজার মানুষের বসবাস। গত তিনদিনের গরমে বেড়েছে তীব্র তাপদাহ। সেইসাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তও হচ্ছেন […]

‘ডি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলাম শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতর হার ছিল প্রায় ৯১ শতাংশ। রবিবার (১১ মে) দুপুর ১ টায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী […]