

মুহাম্মদ রনি,ভোলা প্রতিনিধিঃ আজ সকাল ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার সাদা পোল এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে। ইলিশা টু গজারিয়া ও চরফ্যাশন রুটে চলাচলকারী একটি বেপরোয়া গতির CNG ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালকসহ ২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিশা টু গজারিয়া এবং চরফ্যাশন রুটে বাসের পরিবর্তে যাত্রী পরিবহনের দায়িত্ব নিয়েছে সিএনজি চালিত যানবাহনগুলো। এতে যেমন যাত্রীদের সময় ও ভোগান্তি কিছুটা কমেছে, ঠিক তেমনি ১৭৭ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে অতিরিক্ত গতি এবং ট্রাফিক বিধি লঙ্ঘনের কারণে যাত্রীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন।
দুর্ঘটনার ফলে পাশের কলাগাছের বাগান ও রাস্তার পাশে একটি জলাশয়ে সিএনজিটি উল্টে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকাজুড়ে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।