ভাসানচরের উদ্দেশে জাহাজে ১৮০৫ রোহিঙ্গার যাত্রা ।
মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি ): রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি মুঙ্গলবার সকালে চট্রগ্রামের বোট ক্লাব,আর আরবি কোস্টর্গাডের জেটি থেকে পাঁচটি জাহাজে চট্রগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করছে রোহিঙ্গারা ।এবান সেচ্ছায় ভাসানচরে উদ্দেশে রওনা দিয়েছে ৪২৮ পরিবারের ১৮০৫ জন রোহিঙ্গা । এসব রোহিঙ্গা সোমবার ৩৯ টি বাসে করে চট্রগ্রাম পৌছায় । বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে […]