ভোলা চরফ্যাশন আসন্ন পৌরসভা 9 নম্বর ওয়ার্ড নির্বাচনে মিজানুর রহমান অঞ্জু কাউন্সিলর পদ প্রার্থী l
মোহাম্মদ সুমন,ভোলা: চরফ্যাশন পৌরসভা 9 নাম্বার ওয়ার্ডের বর্তমান সফল কাউন্সিলর মিজানুর রহমান মঞ্জু, আবারো দেখতে চাই লাকা বাঁশি l এলাকাবাসীর স্বপ্নপূরণের তিনি উন্নয়ন করতে প্রত্যাশী এই কথা তিনি 21 সাংবাদিককে জানান l আসন্ন পৌরসভা 9 নং ওয়ার্ড নির্বাচনে মধ্য দিয়ে 9 নম্বর ওয়ার্ড পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বলা 4 আসনের চরফ্যাশন মনপুরা আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির উন্নয়নকে আবারো প্রসারিত করতে অগ্রসর করব বলে জানায় l সততা আদর্শ মেধা ও সুদক্ষ তা দিয়ে পুরসভা 9 নং ওয়ার্ড পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আরো তদারিক তো করতে চান এ প্রার্থী l এলাকা ঘুরে স্থানীয় জনসাধারণের কথা জানা যায় তারা আবারো সফল কাউন্সিলর হিসেবে দেখতে চান l কারণ বিগত সময় তিনি ওই এলাকায় ঘুষ মুক্ত নেই বিচার প্রতিষ্ঠা করেছেন, ধর্ম বর্ণ ও দল-মত-নির্বিশেষে পৌরসভা 9 নং ওয়ার্ড জনাব মিজানুর রহমান মঞ্জু কে কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে প্রত্যাশা করেছেন স্থানীয় সচেতন মহল