মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কক্সবাজার জন ঐক্যের আত্মপ্রকাশঃ কাবেরী আহবায়ক,ফরিদুল যুগ্ম আহবায়ক
নিজস্ব প্রতিবেদকঃ সাধারন মানুষের অধিকার ও সু-বিচার প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্যতা থাকা সত্ত্বেও ককসবাজারের যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, তাদের চাকুরী সহ জেলার সার্বিক উন্নয়নে লুটেরা মুক্ত পর্যটন রাজধানী গড়ার লক্ষ্যে একটি অরাজনৈতিক সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। ‘শোষণ মুক্ত সমাজ’ বিনির্মান স্লোগানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্ম প্রকাশ ঘটে। এতে জেলার ৮ উপজেলার বিভিন্ন পেশাজিবী শতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।সংগঠনের নাম দেওয়া হয়- “ককসবাজার জন ঐক্য- (শোষিতের পক্ষে)” এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্বা মোজাফফর আহমেদ। সভায় উপস্থিত সকলে সংগঠনটি পরিচালনার জন্য কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরীকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির ঘোষনা দেন। এতে যুগ্ম আহবায়ক রাখা হয়েছে যথাক্রমে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইন্জিনিয়ার ফেডারেশনের ককসবাজার জেলা সভাপতি,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান ইসলাম রুবেল, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধ ৭১ এর জেলা সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ ইসলাম,দৈনিক জনতার বাণী ও কক্সবাজারবানীর সম্পাদক ফরিদুল মোস্তফা খান ও ককসবাজার আর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর সারওয়ার রানাকে। সদস্য সচিব করা হয়েছে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইন্জিনিয়ার ফেডারেশনের জেলা সেক্রেটারি ইঞ্জি. মোহাম্মদ ইব্রাহিমকে।