শ্রীপুর পৌর নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী করোনায় মারা গিয়েছে।

Share the post

আব্দুল আহাদ :গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী,এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্ল্যাহ শহীদ , করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইনা লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছে( ৪৯) বছর। আজ ০৯ ডিসেম্বর ২০২০ ইং (বুধবার) বেলা ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি বিএনপি’র কেদ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু নিশ্চিত করেছেন। শহিদুল্লাহ শহিদ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউ’তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি করানায় আক্রান্ত হন। এরপর তাকে সেখান থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার আরোও অবনতি ঘটে এবং আজ সকাল তিনি মারা যান। শহিদুল্ল্যাহ্ শহিদ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মাওনা চৌরাস্তা এলাকার মো. হাজী ইয়াকুব আলী মাষ্টারের ছেলে। গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হাসান বেপারী বলেন, করোনা সহ শারীরিক নানাবিধ জটিলতায় বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি ওই হাসপাতালের চিকিৎসক গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। তার মত্যুতে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরোও বলেন, অসুস্থতার কারনে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত ১লা ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে পারেননি স্বশরীরে। তার পক্ষে দলের নেতা কর্মিরা মনোনয়নপত্র জমা দেয়। পরে, ৩রা ডিসেম্বর বাছাই পর্ব তার মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ বলে ঘোষণা দেয়। অসুস্থতার কারনে তিনি প্রচারে না আসতে পারলেও এবারের পৌর নির্বাচনে মেয়র পদে তিনি ছিলেন আলোচিত শক্ত প্রার্থি। অল্প বয়সে শহিদুল্লাহ শহিদের আকস্মিক অনাকাক্ষিত হঠাৎ মত্যুতে শ্রীপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, আগামি ২৮ ডিসেম্বর এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে যে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]