অনলাইন থাই গেমে আসক্তি বাড়ছে উঠতি বয়সের তরুনরা সৈয়দপুরে

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি : নীলফামারী জেলা সৈয়দপুরে স্বাস্থ্যঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা ,এক সময়ে তরুণরা অবসর কাটাতো বই পড়ে, মাঠে খেলে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে। কিন্তু তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার এই সময়ে এর জায়গা দখল করে নিয়েছে ফ্রি ফায়ার, প্লেয়ার আননোউনস ব্যাটল গ্রাউন্ডসহ (পাবজি) বিভিন্ন অনলাইন ভিডিও গেম। এসব গেমের প্রতি আসক্ত তরুণদের সংখ্যাও বাড়ছে হু হু করে। নীলফামারীর সৈয়দপুর উপজেলাসহ শহরে পাবতীপুর রোডে ও এয়ারপোর্ট রোডে দামী মটর সাইকেল নিয়ে ব্যাপক সংঘবদ্ধ হয়ে প্রতিদিন মহড়া দিয়ে চলেছেন, গ্রামগুলোতেও অনলাইন গেমাসক্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে অভিভাবকরা। মাদকাসক্তির মতো অনলাইন থাই গেমে আসক্ত তরুণদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরে-বাইরে, মাঠের কোনে, রাস্তার মোড়ে মোড়ে এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানেও কাজ ফাঁকি দিয়ে অনলাইন গেমে মত্ত উঠতি বয়সের তরুণেরা। হাতে থাকা স্মার্ট ফোনের স্ক্রীণে দৃষ্টি রেখে ঘণ্টার পর ঘণ্টা খেলে যাচ্ছে অনলাইন থাই গেম। একটি স্মার্ট ফোন, ইন্টারনেট সংযোগ আর ডাটা প্যাক হলেই খেলা যায় এই গেম। গেমাসক্ত তরুণরা প্রয়োজনীয় ডাটা প্যাক কিনতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। একজন অভিভাবক জানান, ছেলেরা পড়াশোনা বাদ দিয়ে রাত জেগে গেম খেলে সকাল ১১টায় ঘুম থেকে উঠে। অন্য কোনো কাজে মন নেই, মেজাজ খিটখিটে হয়ে গেছে। তাকে নিয়ে আর পারছি না। সৈয়দপুর উপজেলা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, ক্রমাগত থাই সহ অনলাইন গেমের প্রতি আসক্তির কারণে অন্য কাজের প্রতি মনোযোগ কমে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে, স্মার্ট ফোনের স্ক্রিনের আলোতে চোখের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও এটি মনের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে বিচ্ছিন্ন ভাব তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ আসক্তিকে মনঃস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। তিনি আরো বলেন, দেশ গঠনের হাতিয়ার তরুণ সমাজ গেমে আসক্ত হয়ে বাস্তব জীবনের মূল্যবান সময় নষ্ট করে কাল্পনিক স্কোর বাড়াতে মগ্ন থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ বলেন, অনলাইন গেমে আসক্ত এসব তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারিবারিক অনুশাসন ও কাউন্সিলিংয়ের বিকল্প নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় সেই যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত যুবদল নেতা হলেন নেত্রকোনার মোহগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব।শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা […]

কক্সবাজারের মহেশখালীতে ৭ বছরের ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

Share the post

Share the postনুর মোহাম্মদ, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলাতে সাত বছর বয়সী ছেলেশিশুকে (৭) ধর্ষণের অভিযোগে হৃদয় শীল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১৪ই মার্চ শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক যুবক হৃদয় শীল পেশায় নরসুন্দর। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা […]