শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেয়ার নীতিমালা আবার ও সংশোধন হচ্ছে
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেয়ার নীতিমালাটি আবারও সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৯ খ্রিষ্টাব্দের শেষ দিনে জারি করা নীতিমালাটি সংশোধনে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে এ নীতিমালা নিয়ে সভায় বসছেন কর্মকর্তারা। সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গতবছরের ৩১ ডিসেম্বর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেয়ার সংশোধিত নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। একবছরের মাথায় সে নীতিমালা আবারও সংশোধন করা হচ্ছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেয়ার নীতিমালাটি আবারও সংশোধনে আগামী ১৫ নভেম্বর সভা ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী মহোদয় এতে সভাপতিত্ব করবেন। সভায় নীতিমালাটি সংশোধনে আলোচনা হবে।
জানা গেছে, সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেবেন।
সূত্র : দৈনিক শিক্ষা