লাঙ্গল জোয়ালের দেশ এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

Share the post

আব্দুল আহাদ ।।  গাজীপুর  :    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বর্তমানে দেশীয় কোম্পানী বাংলাদেশে মোবাইলের মোট চাহিদার ষাট ভাগ পূরণ করছে। লাঙল-জোয়ালের বাংলাদেশ এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমরা বিশ্বকে দেখিয়ে দিব, তলাবিহীন ঝুড়ি থেকে আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি। বিশ্ব কখনো কল্পনাও করে নাই বাংলাদেশ এতো দ্রুত এগিয়ে যাবে। আমাদের আগে স্বাধীন হওয়া ভারত ও পাকিস্তান এখন বাংলাদেশের সাথে তুলনা করার সক্ষমতা রাখে না।

তিনি আরো বলেন, আমাদের দেশীয় পণ্য এখন ইউরোপ-অ্যামেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশের মানুষ এখন আর বিদেশ যেতে ইচ্চুক না। দেশে পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানী করে সুনাম অর্জন করছে। তিনি ভিডিও কনফারেন্সে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ হযরত শাহজালাল (রহ.) রোডে ‘আলামিন এ- ব্রাদার্স এবং ফাইব স্টার ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লি:’ এর নতুন কারখানার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশে কারখানাটির নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খানও অনলাইনে থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। কোম্পানীটির চেয়ারম্যান অলি উল্লাহর সভাপতিত্বে ও আহসানুল পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিটিআরসি’র চেয়ারম্যান মো. জহুরুল হক, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র,বিটিআরসি’র স্পেকটাম বিভাগের কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বিটিআরসি’র স্পেকটাম বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হক, টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম পাঠান প্রমুখ। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ফাইভ স্টার মোবাইল কোম্পানী দেশের মাটিতে যাত্রা শুরু করে। দেশীয় কোম্পানীটি দেশে সর্বস্তরের মানুষের কাছে স্বল্প মূল্যে (৬‘শ টাকায়) মোবাইল সেট পৌছে দিতে বাজারজাত করে আসছে। বর্তমানে কোম্পানীটিতে চার শতাধিক শ্রমিক কাজ করছে এবং আগামী এক মাসের মধ্যে সহস্রাধিক শ্রমিক কাজ শুরু করবে এবং কোম্পনীতে মাদারবোর্ড ও তৈরি হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন […]

ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না – ডা. শফিকুর রহমান

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় […]