“সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ” এর নামকরণে মসজিদ নির্মাণকল্পের আর্থিক ফান্ড গঠনরীতির তথ্যাদি।
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন। আমাদের মানবতার অনন্য প্রতিষ্ঠান সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে সারিকাইত ইউনিয়নের ২নং ওয়ার্ড, বাংলাবাজার ঘাট সংলগ্ন জরাজীর্ণ মসজিদ টি, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের নামকরণের অনুমোদন নিয়ে নতুন ভূমিতে নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এবং নির্মাণ এর জন্য আর্থিক ফান্ড গঠনের কাজ আমরা শুরু করে থাকি। আলহাদুলিল্লাহ্, ইতিমধ্যে আমাদের সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ এর নিঃস্বার্থ সংগ্রামী মানবতার পথিক গুলোর মেধা, শ্রম, সময় ও অর্থ দিয়ে এই মসজিদ টি নির্মাণশৈলী গ্রহণ করতে সক্ষম হয়েছে।এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে, আর্থিক ফান্ড গঠনে এখন পর্যন্ত ৪,০৪,০৩০/- টাকা ঘোষণা হয়েছে, এবং ১,৯১,৩০৩/- টাকা নগদ কালেকশন হয়েছে। ইনশাআল্লাহ্, আমাদের সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ পাঁচটি স্তরে, আর্থিক ফান্ড গঠনের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে, সোস্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরে প্রকাশ করবেন। এবং অত্র সংগঠনের কার্যকরী পরিষদ এর অনুমোদিত হয়ে, মসজিদ বাস্তবায়ন আহবায়ক পরিষদ এর মাধ্যমে এই কাজ পরিচালনা করা হবে। আপনাদের আর্থিক সহযোগিতা ঘোষণা মধ্যে দিয়ে-মসজিদ নির্মাণে অবকাঠামো নির্মাণকাজের বাস্তব করবে সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ। অতত্রব, নতুন স্থানে মসজিদ টি যোগ-উপযোগী ভাবে নির্মাণের জন্য, আপনি-আপনারা সামর্থ্যানুযায়ী সহযোগিতার জন্য উদ্যত আহবান রইল আমাদের সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ এর। আসুন নিজে শরীক হয়, অন্যকে শরীক করে পরকাল এর পথ সুগম করে নিই। নিবেদক- সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ সুখ দুঃখে পাশাপাশি স্থাপিত ঃ ০১-০৩-২০১৭ ইং প্রধান কার্যালয়ঃ তালতলী বাজার, পৌরসভা, ৮নং ওয়ার্ড, সন্দ্বীপ, চট্টগ্রাম। আর্থিক সহযোগিতা করার ঠিকানা- ১। সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ বিকাশ নাম্বার পারসোনালঃ 01774717147, 01774999072. ২। সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ একাউন্ট নংঃ Rafiqul Islam, Mohammed Hashem & Md Delowar A/c:23434000736 Standard Bank Limited Sandwip Branch যোগাযোগব্যবস্থার জন্য ফেইসবুক আইডির লিংক- *সংগঠনের আইডি- https://www.facebook.com/Sandwipprobashigurop