প্রকৃতির মাঝে নিজেকে খুজে নিন , ব্যস্ততা ফেলে
মো: শাহাদাৎ হোসেন : প্রকৃতির রূপ-লাবণ্যের নির্যাস পেতে হলে চাই অন্তরদৃষ্টি। কবিগুরু এ জন্যই লিখেছিলেন- দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দু’পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশিরবিন্দু। আমার কাছে ভ্রমনের অর্থ
জীবনের অক্সিজেন । বেচেঁ থাকার একটি গুরুত্বপূর্ণ উপাদান ।
প্রকৃতির মাঝেই নিজেকে আবিস্কার করা যায় । সারাদিনের কর্মব্যস্ততা আমাদেরকে যন্ত্রে পরিনত করেছে । আর এই যন্ত্র হয়ে বেচেঁ থাকা কারোই কাম্য নয় ।
শরীর ,মন, ভাললাগা, ভালবাসা সব কিছুই ফিকে মনে হয় যদি না আমরা প্রকৃতির মাঝে না যাই । প্রকৃতি সৃষ্টিকর্তার অপার সৃষ্টি যার বর্ননা কেই কখনো বলে শেষ করতে পারবে না ।
দিগন্ত জোড়া মাঠ , সবুজ প্রকৃতি , সুদীর্ঘ জলরাশির অপার সৌন্দর্যের মাঝে আপনি যখন যাবেন তখন আপনার সমস্ত ক্লান্তি দুর হয়ে যাবে । সৃষ্টিকর্তার অপার সৌন্দর্যে কবিগুরুর সেই বিখ্যাত গান মনে পরলো :
” আমারে তুমি অশেষ করেছ , এমনই লিলা তব
ফুরায়ে ফেলে আবার ভরেছ , জীবন নব নব ।”
পরিবারকে সময় দিতে হবে তাদের নিয়ে সপ্তাহের যে কোন একদিন অথবা মাসে একদিন প্রকৃতির মাঝে বিচরন করতে হবে তবেই আপনার যান্ত্রিক জীবনের মাঝে আনন্দ খুজে পাবেন ।
মডেল : সালাউদ্দিন শিকদার শিবলু , চট্টগ্রাম
সি ২১/শা