নিউজ ডেস্ক: আমরা রাসেল কর্তৃক আযোজিত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৭ তম শুভজন্মদিন উপলক্ষে আমরা রাসেল ক্লাব প্রঙ্গনে আলোচনা সভা ও কেক কাটা হয় ।মাহমুুদুর রহমান বাপ্পির সভাপতিত্বে ও রৌকন চৌধুরীর সঞ্চালনায় প্রবীন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু । বিশেষ অতিথি বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) বিপ্লবী সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক , (সিবিএ) সদস্য আশীষ কান্তি মুহুরী , ইমাম উদ্দিন রনি , স্বাধীনতা নারী শক্তি রমা রানী দাশ , বন্দর থানা যুবলীগ নেতা ফরহাদ আব্দুল্লাহ , মোহাম্মদ সালাউদ্দিন , মো: সোহেল , আবু নাসের জুয়েল , সাজিকুল ইসলাম সজিব , মো: হানিফ , মির্জা স্বপন , আশরাফুল ইমন , মো: আরমান , জনি , হৃদয় কুমার দাশ কৌশিক রায় , মো: জামাল , মো: মান্নান , শরীফ উদ্দিন বাবু , রেহমান রাব্বি , প্রীতম দাশ , রিগ্যান , জয় , মো: রহিম , সাহাবউদ্দিন , দুর্জয় প্রমূখ ।অনুষ্ঠান শেষে কোমনমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয় ।