বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান।
সোহেল রানা,উখিয়া প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত করোনায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার বিভিন্ন দপ্তরে কর্মরত স্বল্প বেতনভোগী অসচ্ছল অনিয়মিত ও মাস্টাররোল কর্মচারীদের মানবিক সহায়তা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা অালহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বিশেষ অতিথিঃ জনাব পিন্টু চাকমা,নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ কক্সবাজার। বিশেষ অতিথিঃ জনাব সুরাইয়া আক্তার সুইটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা। বিশেষ অতিথিঃ জনাব কায়সারুল হক জুয়েল উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা। বিশেষ অতিথিঃ ফরহাদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদর। সভাপতিত্বেঃ মোঃ খোরশেদ অালম (সভাপতি) বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। কক্সবাজার জেলা শাখা।