সন্দ্বীপবাসী ভাসান চরে রোহিঙ্গা দের স্থানান্তর প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাবেক ন্যায়মস্তি ইউনিয়ন জেগে উঠার পর ঠেঙ্গাচর নামে পরিচিতি পাওয়া বর্তমান ভাসানচরে সন্দ্বীপের লক্ষাধিক নদী সিকন্তি অসহায় জলবায়ু উদ্ধান্ত মানুষের পুর্ববাস চাই, করতে হবে। এই দাবিতে আগামী ১৪ অক্টোবর ২০২০ ইং রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ নাগরিক সমাজের আয়োজনে চট্রগ্রাম প্রেস ক্লাব এফ রহমান হল ২য় তলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতো সন্দ্বীপ বাসীর প্রাণের দাবি সন্দ্বীপের লক্ষাধিক নদী সিকস্তি অসহায়দের ভাসানচরে পুর্ববাস চাই। এই সম্মেলনে সন্দ্বীপ বাসীকে যোগ দেওয়ার আহ্বান করা হচ্ছে।