কামারপুকুর পচ্শিম আইসঢাল বড়পাড়া মসজিদের ছাদ ঢালাই।
রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): সৈয়দপুর উপজেলার ১ংকামারপুকুর ইউনিয়নের ৩নং ওয়াডের,পশ্চিম আইসঢাল বড়পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ সদস্য -৩২৩ রাবেয়া আলিমের সুযোগ্য পুত্র সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নেতা, ইঞ্জিনিয়ার এ,কে,এম রাশেদুজ্জামান রাশেদ।আরো উপস্থিত ছিলেন কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জিকো আহমেদ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।