হাটহাজারী এন জহুর শপিং ও সিটি সেন্টার বন্ধ ঘোষণা
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): মহামারী করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাচারি সড়কে অবস্থিত এন.জহুর শপিং সেন্টার ও হাটহাজারী সিটি সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই মার্কেটগুলো। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১০শে মে থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট খোলার অনুমতি থাকলেও করোনা প্রাদুর্ভাবের সংক্রমন না হওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া বলে জানান মার্কেট কর্তৃপক্ষ। এদিকে শুধু বন্ধ ঘোষণা নয়, পাশাপাশি লকডাউন চলাকালীন সময় দোকান ভাড়া মওকূফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এন.জহুর শপিং সেন্টার ও হাটহাজারী সিটি সেন্টার এর স্বত্বাধিকারী আলহাজ্ব ছরোয়ার মোর্শেদ। আলহাজ্ব ছরোয়ার মোর্শেদের এমন উদ্যোগ বা সিদ্ধান্ত প্রথম মনে করছে উপজেলাবাসী, যা অন্য কোথাও নেওয়া হয়নি। এদিকে উনার এমন মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছে হাটহাজারীর অন্যতম জেন্টস পার্লার “দি হেয়ার গেইম” কতৃপক্ষ।