চট্টগ্রামে বেশিরভাগ শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত
চট্টগ্রাম : ১০ মে থেকে সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি সরকারের পক্ষ থেকে দেয়া হলেও চট্টগ্রামে বেশিরভাগ শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে নগরের মিমি সুপার মার্কেট প্রাঙ্গণে বিভিন্ন শপিং সেন্টারের দোকান মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, করোনায় আক্রান্ত দিন দিন বাড়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট খুলবো না। মার্কেট বন্ধ থাকবে।
এদিকে এখনো কয়েকটি বড় মার্কেট খোলা ও বন্ধ রাখা নিয়ে দোটানায় রয়েছেন ব্যবসায়ীরা। বিপণি বিতান বা নিউ মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, ইউনেস্কো সিটি সেন্টার, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট, লাকি প্লাজা, টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার এবং তামাকুমণ্ডি লেইনের ব্যবসায়ীরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আগামীকাল শনিবার।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ বলেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছু কিছু মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মোট কয়টি মার্কেট বন্ধ থাকছে সেটার বিষয় এখনো পাইনি। তবে বেশিরভাগ মার্কেট বন্ধ রাখা হচ্ছে বলে তথ্য পেয়েছি।