বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান
মিশু দে(বাঁশখালী): একদিকে পুরো দেশে করোনার আতঙ্কে অন্যদিকে মাদক ব্যবসায়ীরে গোপনে মাদক নিয়ে ব্যস্ত! সারাদেশে মাদক নিয়ন্ত্রনে কাজ করছে সরকার!তারই ধারাবিকতায় বাঁশখালী উপজেলার প্রশাসন শেখেরখীল ইউনিয়নে মাদকের সন্ধান পেয়ে অভিযান চালায়!
শেখেরখীল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সাজ্জাদ হোসেন ,সাহাবুদ্দীন ও রাসেলের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা প্রশাসন!এ সময় দেখা যায়
৪ নং ওয়ার্ডের নতুন পাড়ার প্রকাশ্যে মাদক ব্যবসায়ী মনির প্রকাশ(এলাহী) কে ২৩০ পিস ইয়াবা এবং বিপুল পরিমান গান্জা সহ আটক করা হয়! বাঁশখালী উপজেলা প্রশাসন যাদের সহায়তায় এই অভিযান চালাই তাদের ধন্যবাদ জানান এবং এই অভিযান সারাদেশের মতো বাঁশখালীতেও চলমান থাকবে বলে জানান!