

মো হিমেল মিয়া,মনোহরদী, নরসিংদী : সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ ০৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া।খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৩৮ ও ৪৩ ধারায় তিনটি হোটেল-রেস্টুরেন্টকে যথাক্রমে ১০,০০০/-, ৩,০০০/- ও ২,০০০/- টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা আদায় করা হয় ১৫,০০০/- টাকা।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। সহযোগিতায় ছিলেন মোঃ সুফি পারভেজ, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।