ফরিদপুরে গণধর্ষণ মামলার আসামি অসীম শেখ গ্রেফতার

Share the post
মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি অসীম শেখ (২২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুন দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটক রেখে ভয়ভীতি প্রদর্শনের পর পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন মামলা নং-০৬, তারিখ: ০৫ জুন ২০২৫। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ দণ্ডবিধি ১৮৬০ ধারায় নথিভুক্ত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ অধিনায়কের কাছে সহায়তা চেয়ে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অসীম শেখ (২২), পিতা আবদুল সালাম শেখ, সাং মৃগী, থানা, কোতোয়ালী, জেলা, ফরিদপুর-কে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে:ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎পুলিশের ডিআইজি ও টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম বলেছেন, মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। বুধবার (০৮ অক্টোবর) সকালে বিভাগীয় ক্যাডেট ২২তম ব্যাচের (এসআই) কর্মরতদের বাধ্যতামূলক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর […]

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যানবাহনের দুর্ভোগ নিরসনে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট”। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের কাছে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক […]