দলীয় কর্মীদের ঘরে ঘরে উপহার পৌঁছে দিচ্ছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ
সজীব আনোয়ার ইভানঃ দলীয় কর্মীদের জন্যও উপহার পৌছে দিয়েছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ। করোনা ভাইরাসে গোটা দেশ যখন আতঙ্কিত। ঘরবন্ধি হয়ে পড়েছে মানুষ জন ঠিক তখনি ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবস্থাপনায় রাতের আধারে গরিব দুঃখী অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীদের জন্য দুর্যোগকালীন উপহার সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান রুপু বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী করোনা প্রাদূর্ভাবের শুরু থেকেই অসহায় ও কর্মহীন মানুষগুলো ও দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম। উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি হত-দরিদ্র ও দলীয় নেতাকর্মীদের মাঝে । আমরা সব বিত্তবানদের বিশেষভাবে অনুরোধ করছি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য । যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে আশা করি কেউ উপোস থাকতে হবে না । এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোঃমোরশেদুল আলম মামুন, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মান্নানুল ইসলাম মুন্না এবং ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা। মোঃফরহাদ এর নেতৃত্বে ধর্মপুরে একটি টিম ছাত্রলীগের কর্মীদের ঘরে ঘরে উপহার পৌঁছে দেওয়া হয়।