

আশিকুর রহমান ,নরসিংদী : নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীমের উপর বর্বরোচিত হামলার ঘটনায় পুলিশী অভিযানে এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মৃত মাহনুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ ওরফে আদর (৪০), ব্রাহ্মন্দী এলাকার হুমায়ুন কবিরের ছেলে সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুড় এলাকার শওকত মিয়ার ছেলে তানভীর মিয়া (২২), হাজীপুর গ্রামের বিরাজ খা’র ছেলে কুদরত হাসান রবিন (২৩), ও তার ভাই রকিব খা (৩০), বালিয়া বাজার এলাকার শামসুল আলমের ছেলে শান্ত মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার দত্তের গাও ভিটিপাড়া গ্রামের শামসুল হকের ছেলে শফিকুল ইসলাম ওরফে সুমন (৪৪)।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গত ৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল)মোঃ আনোয়ার হোসেন শামীম নরসিংদী শহরের আরশিনগর রেলক্রসিং এলাকায় দুইজন ব্যক্তি রাস্তার উপর দাঁড়িয়ে চলন্ত সিএনজি/অটোরিক্সা দাঁড় করিয়ে টোল আদায় করতে দেখতে পান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন উক্ত ব্যক্তিদের পৌরসভা কর্তৃক নিদিষ্ট স্থান থেকে টোল আদায় না করে রাস্তায় সিএনজি/অটো দাঁড় করিয়ে টোল আদায়ের কারণ জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। এমন সময় উক্ত স্থানে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি জমায়েত হয়ে উত্তেজনা সৃষ্টি করে উক্ত পুলিশ কর্মকতার উপর হামলা করে গুরুত্বর আহত করেন। ঘটনার পরপরই এ বিষয়ে নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল পারভেজ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশের বিভিন্ন ইউনিট বিভিন্ন স্থান থেকে ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের আরশিনগর রেলক্রসিংয়ের ৪০ গজ দূরত্বে চাঁদাবাজ ধরতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন শামীম হামলর শিকার হয়ে গুরুত্বর আহত অবস্থায় রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব চাঁদাবাজদের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো। সড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি দল গত শনিবার আরশিনগর ও এর আশপাশ এলাকায় টহল দেওয়ার সময় দেখেন সড়কের উপর ৩ থেকে ৪ জন চাঁদাবাজ চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দুইজনকে হাতেনাতে আটক করেন।