

সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনা শহরের যানজট সমস্যা নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে শহরের প্রধান সড়কে, পৌরসভার সামনে থেকে মাছুয়া বাজার হয়ে তেরীবাজার পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
এসময় উক্ত অভিযানে,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামীমা ইয়াসমিন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিজিবি ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে রাস্তায় অবৈধভাবে পার্কিং করা পাশাপাশি ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।
এসময় উক্ত অভিযান বিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, রাস্তার উপর থাকা সব ধরনের অবৈধ স্থাপনা সরানো হচ্ছে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযান প্রসঙ্গে এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “আমরা ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটি চলমান থাকবে। শহরের যানজট কমাতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অপরিহার্য।