

ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজকল্যাণমূলক সংগঠন “আমরা নারায়ণগঞ্জের সন্তান” এর উদ্যোগে “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি ফাহাদুল ইসলামের সংচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোক্তার হোসেন আজাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম. এ. হক কায়জার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি গাজী মোবারক হোসেন , সহ-সভাপতি ভিপি পারভেজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শাহজালাল,ক্রিয়া বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, সদস্য, আনিসুর রহমান সহ আরোও সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ রেমিট্যান্সযোদ্ধা, সমাজসেবক ও আরোও অনেকে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন, আমরা নারায়ণগঞ্জের সন্তান সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে। যেখানেই অসঙ্গতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে অনিয়ম- দুর্নীতি , স্বেচ্ছাচারিতা, মাদক কারবারি সহ জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এছাড়াও তিনি আরও বলেন, নদী দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই প্রকৃতি ও মানুষ দুটিই রক্ষা পাবে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই আজ আমাদের এগিয়ে আসতে হবে।”
সভায় বক্তারা বলেন, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। নদী দখল, দূষণ ও বালু উত্তোলনের ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদী রক্ষা মানেই জীবন রক্ষা—এটি উপলব্ধি করে সকল নাগরিককে সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।