

সোহেল খান দুর্জয়, নেত্রকোনা : বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা-নবমীতে প্রতিটি মন্ডপে মণ্ডপে মায়ের ভক্তদের ঢল। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নেত্রকোনায় ভক্ত ও পূজারীরা পূজা-অর্চনার মাধ্যমে দিনটি উদযাপন করছেন। নতুন কাপড় পরে বাহারি সাজে মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন তারা।
মহা নবমীর দিনে ভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমাচ্ছেন। কাতর কণ্ঠে জগজ্জননীর কাছে শান্তিময় বিশ্বের জন্য প্রার্থনা করেন ভক্তরা। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা কিংবা শঙ্খধ্বনিতে দেবীর আরাধনা করছেন তারা। ঢাক-কাঁসরের বাদ্য, ধূপের সুরভিত ধোঁয়া, আরতির নৃত্য, ভক্তিগীতি, ভক্তদের প্রণাম আর পরস্পরের প্রতি শুভেচ্ছা বিনিময়ে মন্দিরগুলো জমজমাট হয়ে ওঠেছে।
শুরু থেকেই ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, শঙ্খনাদ আর কাঁসর ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা জমে উঠেছে নেত্রকোনায়।
এবারের দুর্গাপূজায় নানা শঙ্কার আশঙ্কা করা হলেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু থেকেই চলছে উৎসব।
সরেজমিনে নেত্রকোনা শহরের প্রতিটি মন্ডপে দেখা গেছে পূজার্থীদের ভিড়। মণ্ডপের আশপাশ এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবং প্রতিটি মণ্ডপের ভেতরে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আনসার বাহিনীও দায়িত্বে রয়েছে। এছাড়া এই মণ্ডপ গুলো থেকে বের হওয়ার সময় সড়কে র্যাবের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। অর্থাৎ নেত্রকোনায় প্রতিটি পূজা মণ্ডপ নিরাপত্তার চাদরে ঘেরা। এভাবে নেত্রকোনা জেলা ও উপজেলায় প্রত্যেকটি মণ্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।