

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রপথে মিয়ানমারমুখী পাচার প্রতিরোধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালীর মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাচারের উদ্দেশ্যে বোটে তুলতে থাকা লবণসহ বিভিন্ন দেশীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একটি পণ্যবাহী ট্রাকও আটক করে মহেশখালী থানা পুলিশ।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ট্রাকে করে আনা মালামাল বোটে তোলা হচ্ছিল। বোট ও ট্রাকসহ পণ্য জব্দ করা হয়েছে। পাচারচক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, জব্দ করা বোটটির মালিক মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর। তবে প্রকৃতপক্ষে এ চক্রের নেপথ্যে আরও প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন পয়েন্ট—ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি থেকে লবণ ও নানা বাংলাদেশি পণ্য পাচার হয়ে আসছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ চক্র নানামুখী কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি না থাকায় পাচারকারীরা দুঃসাহসী হয়ে উঠছে। তাই কেবল বোট জব্দ নয়, বরং মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।