মিয়ানমারে পাচারকালে লবণবাহী টলার  জব্দ

Share the post
মাহমুদুল হাসান  চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রপথে মিয়ানমারমুখী পাচার প্রতিরোধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালীর মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাচারের উদ্দেশ্যে বোটে তুলতে থাকা লবণসহ বিভিন্ন দেশীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একটি পণ্যবাহী ট্রাকও আটক করে মহেশখালী থানা পুলিশ।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ট্রাকে করে আনা মালামাল বোটে তোলা হচ্ছিল। বোট ও ট্রাকসহ পণ্য জব্দ করা হয়েছে। পাচারচক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, জব্দ করা বোটটির মালিক মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর। তবে প্রকৃতপক্ষে এ চক্রের নেপথ্যে আরও প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন পয়েন্ট—ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি থেকে লবণ ও নানা বাংলাদেশি পণ্য পাচার হয়ে আসছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ চক্র নানামুখী কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি না থাকায় পাচারকারীরা দুঃসাহসী হয়ে উঠছে। তাই কেবল বোট জব্দ নয়, বরং মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবীনগরে অস্ত্রসহ একজন আটক

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার ২ অক্টোবর ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। […]

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের মেহেরুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশু তামিমকে ভিমরুলে কামড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফার্মেসিতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুর ২ টার দিকে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য […]