কালকিনিতে হাসিনার পক্ষে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে শেখ হাসিনার পক্ষে রাতের আধারে মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. সাফায়েত ইভানকে (১৯) নামে গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং সে একই উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য। বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান পরিচালনা করে ওই ছাত্রলীগ নেতার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে সাহেবরামপুর এলাকার একটি নির্জন রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা শেখ হাসিনার পক্ষে মিছিল করেছেন। এসময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সাফায়েত ইভানের নেতৃত্বে রাতে একটি মিছিল বের করার পরে তিনি পালিয়ে যান। এই ঘটনার পরে অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।