শিবচরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, নেপথ্যে রহস্য

Share the post

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রেনু বেগম (৬০) নামের বৃদ্ধার বাড়ি ওই গ্রামে এবং সে মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফোনে একাধিকবার চেষ্টা করেও রেনু বেগমের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। জানালা দিয়ে উঁকি দিতেই তখন তারা দেখতে পান রেনু বেগমের নিথর দেহ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বৃদ্ধার গলাকাটা মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। ঘরের ভেতর মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এক মাস আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে প্রতিবেশীরা জানায়। এলাকাবাসীর ধারণা, এটি কেবলেই সাধারণ চুরি নয়, এর পেছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে।

শিবচর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কী আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিউজ মাদারীপুরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী  মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ডিএইচপি সড়ক থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুঁড়িয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার গ্রামের হেলাল মাদবরের ছেলে ওয়াসিম মাদবর (৫২), কালিকাপুর এলাকার চুন্নু মাদবরের ছেলে আরমান মাতুব্বর (২৬) এবং ছিলারচর […]

মাদারীপুরে গণ কবরস্থানের বরাদ্দে অনিয়ম দুদকের অভিযান

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ১২টার দিকে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানটি পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান। দুদকের সহকারী পরিচালক […]